ভক্তদের মধ্যে উন্মাদনা ছিলই। সেই উন্মাদনাতেই যেন ঘি পড়ল 'হিরোপন্তি ২'-এর (Heropanti 2 trailer release) ট্রেলারের মুক্তির পর। ট্রেলার রিলিজের মিনিট খানেকের মধ্যেই তার ভিউ এক লাখ ছাড়িয়ে যায়। মাত্র ৮ ঘণ্টাতে ট্রেলারের (Heropanti 2 trailer) ভিউজ হয়েছে ১ কোটি ৬০ লক্ষ! অঙ্কটা বহু রেকর্ড ভেঙে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ব্যারাকপুরে আরও একটা খুন হতে চলেছে! পানিহাটিতে বিস্ফোরক দাবি মদনের
বুধবারই এই ছবির পোস্টার রিলিজ করেছিল। ভক্তরা তারপর থেকেই অপেক্ষা করে ছিলেন ট্রেলারের জন্য। অবশেষে অপেক্ষার অবসান হল। টাইগার শ্রফ (Tiger Shroff) ছাড়াও ছবিটিতে রয়েছেন তারা সুতারিয়া (Tara Sutaria)। ভিলেনের ভূমিকায় রয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। একজন ম্যাজিশিয়ানের চরিত্রে অভিনয় করছেন তিনি। যাঁর নাম 'লায়লা'। অন্যদিকে, টাইগার শ্রফ অভিনীত চরিত্রটির নাম 'বাবলু'।
ট্রেলারজুড়ে রয়েছে টাইগার শ্রফের করা অভাবনীয় সব স্টান্ট। ছবিটির পরিচালনা করেছেন আহমেদ খান। ২০১৪ সালে 'হিরোপন্তি' (Heropanti) ছবি দিয়েই বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন টাইগার শ্রফ। এই ছবিটি তারই সিকোয়েল। ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে আগামী ২৯ এপ্রিল।