হইচইতে একের পর এক সিরিজ আসছে। দুর্গাপুজোর মতো কালী পুজোর সপ্তাহেও তাহলে দর্শকদের জন্য থাকছে সময় কাটানোর দারুণ সুযোগ। এবার একই সিরিজে ঈশা সাহা-পায়েল সরকার। অনেকেই বলেন ঈশা নাকি এসভিএফ এর ব্লু আইড গার্ল। তাঁর পরের সিরিজের নাম 'হ্যালো রিমেম্বার মি'।
পরিচালনায় অভিমুন্য মুখোপাধ্যায়। সিরিজে এক অন্তঃসত্তা মহিলার ভূমিকায় দেখা যাবে ঈশাকে। রহস্য ঘনাচ্ছে পায়েলের চরিত্র ঘিরেই। তবে ২১ অক্টোবরই সব রহস্যের সমাধান হতে চলেছে।
পুজোর ঠিক আগ দিয়ে ঈশার একটা নয়, দু-দুটো ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে- কর্ণ সুবর্ণের গুপ্তধন, কাছের মানুষ।