মা দুর্গার বোধন আর কিছুদিন পরেই। তবে দেবীপক্ষের শুরুতে অন্য বোধন দেখল বাংলা। হইচই-তে মুক্তি পেল নতুন সিরিজ 'বোধন'-এর ট্রেলার।
দেবীর বোধনে তৈরি হচ্ছে শহর। কিন্তু এই শহরের দেবীদের কত শত লড়াই করতে হচ্ছে প্রতিদিন। সেই নিয়েই হইচইতে আসছে নতুন সিরিজ বোধন। বোধনের মুক্তি ৩০ সেপ্টেম্বর।
Parambrata-Prosenjit: চট্টোপাধ্য়ায় ও চট্টোপাধ্য়ায়, পরমের ছবিতে নায়ক প্রসেনজিৎ
ট্রেলার দেখেই বোঝা যায় দিতিপ্রিয়া রায়- এখানে এক কলেজ গার্ল, হঠাৎ-ই তাঁর জীবনে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা, তাতেই পাশে দাঁড়ান কলেজে সদ্য পড়াতে আসা অধ্যাপিকা সন্দীপ্তা সেন। লড়াই আইনের দরজায় পৌঁছলে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই শহরের আরেক দুর্গা। আইনজীবীর ভূমিকায় দেখা যাবে চন্দ্রেয়ী ঘোষকে।