জীবনের হাফ সেঞ্চুরি পেরোলে কি হবে, হৃত্ত্বিকের মনে এখন বসন্ত ভরপুর। প্রেম নিয়ে রাখঢাক নেই। প্রকাশ্যেই সাবার ঠোঁটে ঠোঁট রাখছেন, খুব শগিগির নাকি বিয়েও করছেন দুজনে।
জল্পনার অবসান। শোনা যাচ্ছে, ২০২৩-এর নভেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।
এমনিতেও কাজের সময় ছাড়া দুজনকে একসঙ্গেই দেখা যায় প্রায় সবসময়। সম্পর্ক নিয়ে লুকোছাপা তো নেইই। দুজনের বয়সের ব্যবধান নাকি ১২ বছরের। তবে রোশনের পরিবারের নাকি নয়নের মণি হয়ে উঠেছে সাবা। হৃত্ত্বিকের দুই পুত্রের সঙ্গেও নাকি দারুণ ভাব সাবার। সব মিলিয়ে বিয়ের জন্য মঞ্চ প্রস্তুতু বলা যায়।