দিন কয়েক আগেই রেড রোড কার্নিভালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে বিস্তর বিতর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গেল অভিনেত্রী অপরাজিতা আঢ্য-গায়িকা ইমন চক্রবর্তীকে। বুধবার সন্ধেয় ইকোপার্কে অনুষ্ঠিত হল তারকাখচিত বিজয়া সম্মেলনী। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলে নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেলেবরা।
প্রতি বারের মতোই ইকোপার্কের বিজয়ার অনুষ্ঠান ছিল তারায় ভরা। অনুষ্ঠানের জমকালো সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপরাজিতা লেখেন 'স্বর্ণালী স্বন্ধ্যা'। অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন ইমনও। রাজ্য সরকারের তরফে আয়োজিত বিজয়া সম্মেলনীতে দেখা গেল ঊষা উত্থুপ, লীনা গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, পাওলি দাম, রূপঙ্কর বাগচি, রাজ চক্রবর্তী, জুন মালিয়া সহ বিনোদন জগতের সঙ্গে যুক্ত একঝাক মুখ।