জ্যাকি শ্রফের অনুমতি ছাড়াই
তাঁর নাম, ছবি, ভয়েস ওভার এবং ডাকনাম 'ভিড়ু' ব্যবহার করছে বিভিন্ন সংস্থা। এই অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা। মামলার শুনানির ভিত্তিতে আদালত অর্ন্তবর্তীকালীন আদেশ দেওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখবে।
জ্যাকি শ্রফের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, অভিনেতার ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করে আপত্তিকর মিম তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে টাইগার শ্রফের 'ব্যক্তিত্ব' ব্যবহার করে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করা হচ্ছে। আদালত এই মামলায় সমন জারি করে জানিয়েছে, অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদনের উপর মামলাটি বিবেচিত হবে।
জ্যাকি শ্রফ একা নন। এর আগে অনিল কাপুর এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতারাও এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।