সিনেমাহলে পপকর্নের দামটা একটু কমান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আবদার বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের।
সম্প্রতি দু দিনের মুম্বই সফরে এসে জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, সোনু নিগম সহ একাধিক তারকার সঙ্গে দেখা করেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে গিয়ে শুটিং-এর সম্ভাবনা নিয়েই একটি বৈঠক ছিল, সেখানেই এক আজব আবদার করে বসেন জ্যাকি শ্রফ।
নিজস্ব ভঙ্গীতে জ্যাকি বলেন, পপকর্নের দাম ৫০০ টাকা নিলে সিনেমা হলে যাওয়ার ক্ষমতা অধিকাংশেরই থাকে না।
বলিউডের জনপ্রিয় অভিনেতার এমন আবদারের ভিডিও এখন ভাইরাল।