টলিউডের সুপারস্টার অভিনেতা জিৎ (Jeet), পর্দার 'Boss' তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে জিৎ একজন আপাদমস্তক 'Family Man'। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন তিনি৷ বছর শেষে তাই একটু ফুরসত মিলতেই সপরিবারে ইউরোপ উড়ে গিয়েছেন অভিনেতা।
স্ত্রী মোহনা আর কন্যা নবন্যার সঙ্গে বিদেশেই নতুন বছর শুরু করেছেন জিৎ। বরফে ঢাকা ইউরোপে কখনও তারা মজেছেন খেলায়, কখনও বা শপিং কমপ্লেক্সের বাইরে তারা কাটিয়েছেন ব্যক্তিগত সময়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগও করে নিয়েছেন অভিনেতা।