পর্দায় ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) জীবনী ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। শেষ হল 'চাকদহ এক্সপ্রেস' ছবির শ্যুটিং। আর শেষ দিনেই মিলেমিশে গেল পর্দা আর বাস্তবের ঝুলন গোস্বামী।
ইন্সটাগ্রামে শেষ দিনের শ্যুটিং এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন পর্দার 'ঝুলন' অনুষ্কা শর্মা। একসঙ্গে কেক কেটেছেন তাঁরা, ধরা পড়েছে দু'জনের খুনসুটির মুহূর্তও। খুব শিগগিরই 'নেটফ্লিক্সে' ছবি মুক্তি পাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এই ছবিতে ফুটে উঠবে চাকদহর একজন সাধারণ মেয়ে থেকে ঝুলন গোস্বামী হয়ে ওঠার গল্প। ৬৫ দিন ধরে ৬ টি শহরে শ্যুটিং হয়েছে। কলকাতায় থেকে ইডেন গার্ডেন্সেও শ্যুটিং করেছেন অনুষ্কা।