Jisshu Sengupta: প্যান ইন্ডিয়ান ছবিতে একচেটিয়া আধিপত্য, শাহরুখের কিং-এও যিশু! টলি-বলি-সাউথ অবাধ বিচরণ...

Updated : Dec 02, 2024 16:56
|
Editorji News Desk

যিশু সেনগুপ্ত। বাংলার গন্ডি পেরিয়ে, এই মুহূর্তে গোটা দেশেরই হার্টথ্রব তিনি। গত কয়েকমাস ধরেই তিনি শিরোনামে, নেপথ্যে নীলাঞ্জনার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ। তাঁকে নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। তবে সাময়িকভাবে স্তব্ধ ছিলেন যিশু। এত বিতর্ক, এত কাদা ছোঁড়াছুড়িতে একটি শব্দও খরচ করেননি তিনি। আপ্ত সহায়ক শিনালকে নাকি মন দিয়েছেন অভিনেতা , এই নিয়েই সর্বত্র যখন জলঘোলা চলছে - যিশু কিন্তু একেবারে স্পিকটি নট। যিশু উত্তর দিলেন কাজে। 


বড়দিনে মুক্তি পেতে চলেছে দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত খাদান। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত এই ছবি। এই ছবির প্রিমিয়ারে হঠাৎ-ই যিশুকে ফোন করে বসেন দেব। আর তাতেই উঠে আসে এক দারুণ চমক। সারা ভারতবর্ষে ইতিমধ্যেই দাপিয়ে কাজ করছেন যিশু, এবার তাঁর মুকুটে জুড়তে চলেছে আরও এক দামি পালক। শোনা যাচ্ছে, শাহরুখ খানের পরবর্তী ‘কিং’ ছবিতেও নাকি স্বমহিমায় দেখা যাবে যিশুকে। যদিও এই বিষয়ে এখনও কোনও সিলমোহর দেননি অভিনেতা নিজে।  


খাদানের প্রচারে এক সাংবাদিক সম্মেলনে যিশুকে ফোন করেন দেব। জানতে চান, ‘শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?’ দেবের এই প্রশ্নে জল্পনা জিইয়ে রেখে যিশু বললেন, ‘সে তো আমিও শুনলাম’। দেবের পালটা প্রশ্ন, ‘কনফার্ম নয়?’ এরপর যিশুর পাল্টা উত্তরে তড়িঘড়ি ফোন কেটে দেন দেব। এরপর থেকেই চর্চা তুঙ্গে। 


শুধু তাই কেন, টলিউড, বলিউড ছাড়াও দক্ষিণী ছবিতেও যিশুর অবাধ বিচরণ। ইতিমধ্যেই একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে। এবার হাইভোল্টেজ আরও দুটি ছবির চুক্তিতেও নাকি সই করে ফেলেছেন অভিনেতা। 'কল্কি'-র পরে প্রভাসের আগামী প্যান ইন্ডিয়ান ফিল্ম 'দ্য রাজা সাব' মুক্তি পেতে চলেছে ২০২৫-এর ১০ এপ্রিল। শোনা হচ্ছে, এই ছবিতেও দেখা যেতে পারে যিশু সেনগুপ্ত। মালবিকা মোহনান, সঞ্জয় দত্ত, অনুপম খের, ঋদ্ধি কুমার এবং নিধি অগ্রবালের সঙ্গে এই ছবিতে পর্দা ভাগ করে নেবেন যিশু।  প্রভাসের এই রোম্যান্টিক-হরর ছবিটি পরিচালনা করছেন মারুতি দাসারি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।


এছাড়াও, প্যান-ইন্ডিয়ান রিলিজের তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি  'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। শোনা যাচ্ছে, এই ছবিরও অন্যতম আকর্ষণ হতে চলেছেন যিশু। সূত্রের খবর,  পরিচালক-অভিনেতা ঋষভ শেঠীর সঙ্গে এবার যিশুকেও এই ছবিতে দেখা যাবে। এই ছবিও মুক্তি পাবে  কন্নড়, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মলয়ালম এবং ইংরেজি - মোট ৭টি ভাষায়। 


সব মিলিয়ে যিশুর কেরিয়ার এই মুহূর্তে মধ্য গগনে। অথচ বছর ৪৭ এর এই অভিনেতার শুরুটা ছিল টেলিভিশন দিয়েই। ‘চৈতন্য মহাপ্রভু’ সিরিয়াল দিয়ে পর্দায় আত্মপ্রকাশ হয়েছিল তাঁর, সেই একটি চরিত্রতেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন অভিনেতা। ১৯৯৯ সালে সিনেমায় সুযোগ পান যিশু, ছবির নাম ‘প্রিয়জন’ । তারপর তাঁর দীর্ঘ কেরিয়ারে বহু জল বহুদিকে গড়িয়েছে। সঞ্চালনা, ক্রিকেট, অভিনয়, গান, কিংবা ড্রাম সবেতেই তাঁর প্রতিভার প্রমাণ বরাবর পাওয়া গিয়েছে। তাই বিশ্বের দরবারে নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত বাঙালির কলার তোলার অন্যতম একটা নাম। 

Jisshu Sengupta

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন