টলিউডের প্রযোজক-অভিনেতার তর্জা তুঙ্গে! ফেসবুকে প্রকাশ্যেই তুমুল তর্কবিতর্ক প্রযোজক রানা সরকার (Rana Sarkar) এবং অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের (Joyjit Banerjee)।
মঙ্গলবার সকারে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় কারোর নাম না করে একটি পোস্ট করেন, পোস্টের নিশানায় টলিউডের কোনও প্রযোজক, পোস্ট কর্তার মতে তিনি ভেন্ডরদের থেকে টাকা চুরি করেন। তাঁর পরিচয়স্বরূপ জয়জিৎ উল্লেখ করেন, তিনি নামকরা কবি পরিচালকের ছবি প্রযোজনার কাজ শুরু করে মাঝপথে থামিয়ে দেন।
Srijato-Arijit Singh: 'আজকের রাতটা আমার সঙ্গে জেগে থাকো', শ্রীজাতর ছবির জন্য গান গাইলেন অরিজিৎ সিং
এরপরই প্রকাশ্যে সেই ফেসবুকের কমেন্টেই রানা সরকার জানতে চান, তাঁর উদ্দেশেই এই পোস্ট কিনা। এর পর দুপক্ষের মধ্যে যথেষ্ট কাদা ছোড়াছুড়ি চলে, অবশেষে জয়জিৎ এবং রানা দুজনেই আইনি পথে হাঁটার হুমকিও দেন।
প্রযোজক রাণা সরকার (Rana Sarkar ) দিন দুয়েক আগে অভিযোগ করেন তাঁর কাছে বারবার হুমকি আসছে, তিনি নাকি অনেককে প্রাপ্য টাকা দেননি । রাণা সরকারের মতে, এর মধ্যে কোনও রাজনৈতিক যোগ নেই । সম্পূর্ণ ব্যবসায়ীক স্বার্থে ইন্ডাস্ট্রির একদল মানুষ তাঁর কাজের ক্ষতি করার চেষ্টা করছে ।