সিটি অফ জয়ের আনাচে কানাচে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে তনুজা কন্যাকে। শনিবার মা, ছেলের সঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে ফ্রেমবন্দি হন কাজল। রবিবার সকাল থেকেই আকাশের মুখ গোমড়া, তারমধ্যেই তিলোত্তমার রাস্তায় দেখা গেল কাজলকে। মেঘ-বৃষ্টি মাথায় নিয়েই ৭.২০ টা নাগাদ পার্কস্ট্রিটে কলাটাইমে হাজির কাজল। ইতিউতি শ্যুট সেরে ঢুকলেন ফ্লুরিজে। রবিবাসরীয় সকালে মেঘলা আকাশেও তিলোত্তমায় যেন অন্য উত্তাপ।
শুধু কাজলই নয়, এদিন ‘নতুন ফেলুদা’র দেখাও মিলল বৃষ্টি ভেজা পার্কস্ট্রিটের রাস্তায়। এই ছবিতে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্তও। ফরমাল শার্ট , প্যান্টে ধরা দিলেন অভিনেতা। কাজলের পরনে ছিল গোলাপি জাম্পশ্যুট, চোখে রোদ চশমা।