মিয়াঁ বিবির সম্পর্কের জল্পনা ছিল সেই কবে থেকে। কিন্তু সে খবরে সিলমোহর দিয়েছিলেন এই বসন্তে। প্রেম দিবসে খাতায় কলমে সই সাবুদ সেরে মিস্টার অ্যান্ড মিসেস হওয়ার দু সপ্তাহের মধ্যে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন শ্রীময়ী।
দক্ষিণ কলকাতার প্রিন্সটন ক্লাবে বসেছিল টলিপাড়ার যুগলের বিয়ের আসর। রীতিমতো সব রীতি রেওয়াজ মেনে বিয়ে করলেন দুজন। শনিবার দুপুরেই প্রকাশ্যে এসেছিল কাঞ্চন-শ্রীময়ীর গায়ে হলুদের লুক। হবু বর কনের বিয়ের লুকও ছিল নজর কাড়া। সোনালি জড়ি পাড়ের লাল বেনারসিতে শ্রীময়ী হয়ে উঠেছিলেন মোহময়ী। গোলাপি সুতির কাজ করা অফ হোয়াইট ধুতি পাঞ্জাবিতে বরবেশে কাঞ্চনকেও লাগছিল বেশ।
Anupam-Prashmita: 'এক অদ্ভুত মুগ্ধতা...'! অনুপম-প্রশ্মিতার বিয়ে সারা, গায়কের জীবনে 'নতুন করে' বসন্ত!
আগামী ৬ মার্চ সদ্য বিবাহিত দম্পতির তরফে আয়োজন করা হয়েছে জমকালো এক রিসেপশন পার্টির।