এখন সেলেবদের জনসংযোগ রক্ষার অন্যতম রাস্তা হল সোশ্যাল মিডিয়া। বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহরও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ ছিলেন, হঠাৎ-ই সোমবার দুপুরে টুইটার থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করলেন করণ।
তবে এই প্রথম নয়, সুশান্ত সিং-এর মৃত্যুর পর নেপটিজম বিতর্কে যখন জল ঘোলা হয়েছিল বিস্তর, সে সময়ও মাস কয়েক টুইটার থেকে বেপাত্তা ছিলেন করণ। সোমবারের ঘোষণায় করণ জানান, ‘শুধুমাত্র ইতিবাচক এনার্জির জন্য জায়গা বাড়াচ্ছি (জীবনে), তারই ফলস্বরূপ এই সিদ্ধান্ত।
টুইটারে ১৭ মিলিয়ন মানুষ ফলো করতেন করণকে।
সামনেই তাঁর প্রযোজনায় আসছে রনভির সিং-আলিয়া ভাট অভিনীত 'রকি অউর রানী কি প্রেম কাহানী'।