করিনা কাপুর এখন অনেক বেশি পরিণত। কারও সঙ্গে কোনওরকম বাকবিতণ্ডায় জড়াতে তাঁর ভীষণ আপত্তি। নতুন বছরের আগে সেই কথাই তিনি শেয়ার করলেন সোস্যাল মিডিয়ায়৷
করিনা লিখেছেন, তিনি এখন জীবনের যে পর্যায়ে পৌঁছে গিয়োছেন, তাতে যে কোনও রকম তর্কবিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চান৷ কেউ যদি বলেন ১+১ করলে ৫ হয়, তিনি তাই মেনে নেবেন। বলবেন, 'একদম ঠিক কথা। এনজয়..'।
আগামী বছরটা অবশ্য করিনার জন্য বেশ চিত্তাকর্ষক হতে চলেছে। ২০২৩ সালে সুজয় ঘোষের 'জানে জান' সিনেমায় অভিনয় করেছেন করিনা, হনসল মেহতার 'বাকিংহ্যাম মার্ডার'-এও তিনি অভিনয় করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০২৪ সালে করণ জোহরের 'তখত', রাজেশ কৃষ্ণানের 'দ্য ক্রু' রিলিজ করছে। দুটি ছবিতেই খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন করিনা। এছাড়া বক্সঅফিস কাঁপাতে রিলিজ করছে রোহিত শেট্টির 'সিংহম আগেইন'। এমন ঘটনাবহুল বছর শুরুর আগে করিনার মন্ত্র হল কোনওভাবেই বিতণ্ডায় না জড়ানো।