মুক্তির পর থেকে প্রভাস এবং কৃতী স্যানন অভিনীত 'আদিপুরুষ' ঘিরে বিতর্ক। এবার কাঠমাণ্ডুতে বন্ধ হল 'আদিপুরুষ'-এর সমস্ত শো। নেপালের রাজধানী শহরের মেয়রের নির্দেশ, আপাতত ভারতীয় ছবি দেখানো যাবে না সেখানকার কোনও প্রেক্ষাগৃহে।
রামায়ণের অনুসরণেই লেখা 'আদিপুরুষ' -এর গল্প। সেখানে দেখানো হয়েছে জানকি ভারতের মেয়ে, যা নিয়ে চরম আপত্তি জানিয়েছে নেপালের প্রশাসন। আপত্তিজনক সংলাপ বাদ দিয়েই ছবির স্ক্রিনিং-এর ব্যবস্থা করতে রাজি ছবির নির্মাতারা, কিন্তু কাঠমান্ডুর প্রশাসন সে শহরের সমস্ত প্রেক্ষাগৃহকে 'আদিপুরুষ' -এর স্ক্রিনিং বন্ধের নির্দেশ দিয়েছে।
Chinese Influencer Dies: ১০০ কেজি ওজন কমাতে গিয়ে মৃত্যু চিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের
কাঠমান্ডুর মেয়র বালেন শাহ জানিয়েছেন, এই ছবি নেপালে প্রদর্শিত হলে তা সে দেশের জাতীয়তাবাদ, সাংস্কৃতিক সংহতির পক্ষে ক্ষতিকারক হতে পারে।