সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় কাপল ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal-Katrina Kaif)! সোশ্যাল মিডিয়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে প্রাণনাশের (death threat) হুমকি আসে তারকা দম্পতির কাছে। মুম্বই পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্যেছে। তদন্তও শুরু হয়েছে।
সম্প্রতি ক্যাটরিনার জন্মদিন পালন হয়েছে মল।দ্বীপে, ভিকি ছাড়াও তাঁদের বন্ধুরাও ছিলেন সেই ভ্যাকেশনে। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দুজনেই।
Facebook:ফেসবুকে নতুন ফিচার, আগামীতে প্রত্যেকের হোমপেজ আলাদা হবে
ভিকি মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রামে এক ব্যক্তি ক্রমাগত খুনের হুমকি দিচ্ছে তাঁদের। ব্যক্তিগত মেসেজও পাঠাচ্ছে সে। শুধু মেসেজ পাঠানোতেই থেমে নেই সে, নানা জায়গায় অনুসরণ করছে
একের পর এক বলি তারকার কাছে খুনের হুমকি আসছে। এর আগে সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকেও হত্যা করার হুমকি দেওয়া হয় উড়ো চিঠির মাধ্যমে।