মৃণাল সেনের (Mrinal Sen) জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন সিনেমা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'পালান' (Palan)। সামনে এল টিজার, মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁরই আইকনিক ছবি 'খারিজ' থেকেই অনুপ্রাণিত পালান।
কৌশিকের ছবিতে অভিনয় করছেন পাওলি দাম, যীশু সেনগুপ্ত। চার দশক আগের জুটি মমতা শঙ্কর-অঞ্জন দত্তও রয়েছেন ছবিতে। খারিজ-এর অভিনয় করা শ্রীলা মজুমদারও রয়েছেন 'পালান' এ।
Rahul and Priyanaka: আইনি জটিলতা কাটিয়ে নতুন ইনিংস শুরু, ফের ঘর বাঁধলেন রাহুল ও প্রিয়াঙ্কা
রমা প্রসাদ বণিকের গল্প থেকেই তৈরি হয়েছিল 'খারিজ', সেই ঘটনার সাড়ে চার দশক পর একটা পরিবার কি পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছিল, সেই নিয়েই এগোবে ছবির গল্প। ২২ সেপ্টেম্বর হলে মুক্তি পাবে ছবিটি।
পাওলির প্রথম ছবিতে অভিনয় দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মৃণাল সেন। কথা ছিল একসঙ্গে কাজ করারও। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে পাওলির।
শতবর্ষ পেরনো বাঙালি পরিচালককে শ্রদ্ধা জানিয়ে সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন একটি বায়োগ্রাফি। নাম 'পদাতিক' । অঞ্জন দত্ত মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটি ছবি বানাচ্ছেন। এই তিনটে ছবির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই ।