KIFF 2022: চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি তুঙ্গে, উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি

Updated : Dec 17, 2022 20:25
|
Editorji News Desk

আগামী ১৫ শে ডিসেম্বর থেকে নন্দনে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2022)। করোনা অতিমারি সারিয়ে উঠেছে শহর। তাই এবার আর ভার্চুয়াল নয়। ধুমধাম করে আয়োজিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। 

শনিবার চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে জানানো হয়েছে চলতি বছর চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষিকেশ মুখার্জির ছবি 'অভিমান'কে। যা মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। জীবিত থাকলে এই বছর শতবর্ষ পূর্ণ করতেন কিংবদন্তী পরিচালক ঋষিকেশ মুখার্জি। তাই তাঁকে সম্মান জানাতেই অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত এই ছবিটিকে উদ্বোধনী অনুষ্ঠানের ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

 আরও পড়ুন- মমতার ভাইপো ভেবে ভুল করেন অনেকেই, নাম বদলাচ্ছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট ৪২টি দেশ এই উৎসবে অংশ নিয়েছে। ১৩০টি ছবি দেখানো হবে। এছাড়াও তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা–  অর্থাৎ ২০২২ সালে আমরা যাদের হারিয়েছি তাঁদের জানানো হবে বিশেষ শ্রদ্ধা। এছাড়াও পূর্তি উপলক্ষে বিশেষ সম্মান জানানো হবে দিলীপ কুমার, হৃষীকেশ মুখোপাধ্যায়, ভারতী দেবী, আসিফ আলি আকবর খাঁ, পাওলো পাসোলিনিকে। 

সূত্রের খবর, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। শোনা যাচ্ছে, 'মহারাজা' সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও পেয়েছেন আমন্ত্রণ পত্র। কুমার শানুও উপস্থিত থাকবেন সেই সন্ধ্যায়। বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt), তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাও উপস্থিত থাকতে পারেন।

KIFF 2022

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?