২০১২ সাল। মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ছবি 'বরফি'। এই সিনেমার সাফল্যের পর অভিনেতা-পরিচালক জুটি ঘোষণা করেছিলেন, তাঁরা ফের একসঙ্গে আসছেন কিশোর কুমারের বায়োপিক নিয়ে। কিন্তু, নানা আইনি জটিলতায় তা ওই সময় আটকে গিয়েছিল। ১১ বছর বাদে, ২০২৩ সালে এসে সেই বায়োপিকের সম্ভাবনা ফের দিনের আলো দেখল। জানা গিয়েছে, মিটে গিয়েছে আইনি জটিলতা। কিশোর কুমারের পরিবারের তরফ থেকেও দেওয়া হয়েছে বায়োপিকের জন্য সবুজ সংকেত। কিংবদন্তি গায়কের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুরই। পরিচালনায় অনুরাগ বসু।
সূত্রের খবর, স্ক্রিপ্টের কাজ শুরু হবে খুব তাড়াতাড়িই। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবে কিশোর কুমার ফিল্মস ও টি-সিরিজ। স্ক্রিপ্টের কাজের সহায়তা নেওয়া হবে কিশোর কুমারের পরিবারের সদস্যদের থেকেও।