আজ বাংলার সঙ্গীত জগতের মহানায়ক কিশোর কুমারের জন্মদিন (Kishore Kumar's 94th Birthday)। ১৯২৯ সালের ৪ অগাস্ট মধ্যপ্রদেশের এক বাঙালি পরিবারে জন্ম গ্রহণ করেন কিশোর কুমার। আজ তাঁর ৯৪ তম জন্মবার্ষিকী।
কিশোর আসলে তাঁর ডাক নাম ছিল। ভাল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। বম্বে টকিজ ছবিতে দাদা অশোক কুমেরের সঙ্গে গান গেয়েছিলেন। সেই সময়ে নিজের কিশোর নামটাই ব্যবহার করেছিলেন তিনি।
Amitabh Bachchan KBC: কেবিসির নতুন সিজনের প্রথম দিনেই মুখোমুখি দুই বঙ্গ জামাই
পরে সেই নামটাই থেকে যায়।বাংলা, হিন্দি, ভোজপুরি, অসমিয়া-সহ মোট ২০০০-এরও বেশি গান গেয়েছেন কিশোর কুমার।
৮ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।তাঁর গানে লিপ দিয়েছেন অমিতাভ বচ্চন, উত্তম কুমার, রাজেশ খান্না, সঞ্জীব কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেকে। শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, গুলজার, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্য়ায়-সহ আরও বহু সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।