একটা মানুষ আমৃত্যু তাঁর ‘নাম’ বয়ে নিয়ে চলে, কেউ কেউ নিজের নামের জন্য জনপ্রিয়তার শিখরে ওঠেন। আবার কারও কারও ক্ষেত্রে নামই হয়ে ওঠে শাঁখের করাতের মতো। তাই নামের মতো নামের অর্থ জানাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ আপনাদের জানাব টলিউডের ৫ অভিনেত্রীর নামের অর্থ। এদের নাম আমরা প্রায়শই করি, কিন্তু সঠিক অর্থটা হয়ত জানি না।
দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)- এই মুহূর্তে টলিউডের সবচেয়ে চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন দিতিপ্রিয়া । শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু। খুব অল্প সময়েই নিজেকে প্রমাণ করেছেন। ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়াল দিয়ে নিজের কেরিয়ার শুরু করার পর এখন তিনি চুটিয়ে কাজ করছেন বড় পর্দাতেও। দিতিপ্রিয়ার নামের অর্থ দুর্গা।
পাওলি দাম (Paoli Dam)- পাওলি দাম এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী। অভিনেত্রীর নামটা কিন্তু আর সবার থেকে বেশ হটকে। পাওলি আসলে একটি ফুলের নাম। এছাড়াও পাওলি নামের আরও কিছু অর্থ রয়েছে যেমন সান্ত্বনা, বন্ধুত্বপূর্ণ, মনোযোগী।
দর্শনা বণিক (Darshana Banik)- মডেলিংয়ের দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এই মুহূর্তে বড় পর্দাতেও কাজ করছেন দর্শনা। তাঁর নামের অর্থ ‘দর্শনীয়’ বা ‘দর্শনের যোগ্য’।
বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)- বিদীপ্তা চক্রবর্তী টলিউডের বেশ পরিচিত মুখ। তাঁর নামের অর্থ হল ‘আলো’।
তৃধা চৌধুরী (Tridha Choudhury)- তৃধার রূপে এখন ঘুম উড়ছে অনুরাগীদের। আশ্রমের মতো সুপারহিট সিরিজেও ইতিমধ্যেই অভিনয় করেছেন। সংস্কৃত এবং ইসলামিক অর্থে ত্রিধার নামের অর্থ ৩ দেবীর ক্ষমতা।