টলিউড ইন্ডাস্ট্রিতে নায়িকার অভাব নেই । মিমি, শ্রাবন্তী, শুভশ্রী থেকে নুসরত, কৌশানী...কে নেই । কিন্তু,টলিউডে আরেক নতুন নায়িকারও কিন্তু আগমন ঘটে গিয়েছে । যে আবার অঙ্কুশের ফিউচার হিরোইনও বটে । নিজেই সেকথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন অঙ্কুশ হাজরা । কিন্তু, কে সেই নায়িকা ? যার নাম শুনে চমকে উঠেছেন শুভশ্রী ।
সে আর কেউ নয়, শুভশ্রীরই রাজকন্যে ইয়ালিনী । ভাবছেন ব্যাপারখানা কী ? আসলে, সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে গল্প করছিলেন অঙ্কুশ । সেখানেই এক অনুরাগী শুভশ্রীর ছোট্ট রাজকন্যার জন্য এক বাক্যে কিছু বলার অনুরোধ করেন অঙ্কুশকে । তখনই অঙ্কুশ লেখেন, ইয়ালিনী তাঁর ভবিষ্যতের হিরোইন । আবার হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ইয়ালকুশ । অঙ্কুশের এই পোস্টটি আবার শেয়ারও করেছেন শুভশ্রী ।