বাস্তব জীবনে অভিনেত্রী কোয়েল মল্লিক বেশ ধার্মিক মানুষ। মল্লিক বাড়ির দুর্গাপুজো তিলোত্তমার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম। সেখানেও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন টলিউডের প্রথম সারির এই নায়িকা। লক্ষ্মী পুজোও নিজে হাতেই সারেন তিনি। বাঙালি এই কন্যে বিয়ে করেছেন পঞ্জাবি ছেলেকে। স্বামী নিসপাল সিং-য়ের ধর্মেও একই রকম নিষ্ঠা রয়েছে তাঁর।
মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী(Guru Nanak Jayanti) । শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মদিন আজ। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এটা সবথেকে বড় উৎসব । কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গুরু নানক জয়ন্তী পালন করা হয় । এই পবিত্র দিনেও ভিডিয়ো শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানালেন কোয়েল। স্বামী, পুত্র নিয়ে পঞ্জাবের স্বর্ণমন্দিরে যাওয়ার বিভিন্ন মুহূর্ত তুলে ধরে সকলের মঙ্গল কামনা করেছেন কোয়েল।
প্রসঙ্গত, গত ১৯ বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কেরিয়ারে অত্যন্ত সফল এই অভিনেত্রী রঞ্জিত মল্লিক ছাড়াই নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে নিজের মাটি শক্ত করেছেন। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল, তারপর ২০২০ সালে তার কোলে আসে ফুটফুটে কবীর। সংসার এবং কেরিয়ার দুইই শক্ত হাতে সামলে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।