গ্ল্যামার দুনিয়ার মানুষের মধ্যে মন দেওয়া নেওয়া নতুন নয়। তবে সেই গসিপে নতুন সংজজন কৃতি (kriti sanon) আর প্রভাসের (prabhas) নাম। শোনা যাচ্ছে দক্ষিণী তারকা প্রভাসকেই মন দিয়ে ফেলেছেন বলিউডের নায়িকা কৃতি স্যানন। স্বয়ং বরুণ ধাওয়ানই সম্প্রতি সেরকম ইঙ্গিত দিয়েছেন।
ভেড়িয়ার প্রোমোশনে এসে করণ জোহরকেই এই খবর দিয়েছেন বরুণ। না, সরাসরি প্রভাসের নাম নেননি। বলেছেন কৃতি এমন কাউকে মন দিয়েছেন, যিনি মুম্বই-এর নন, এবং যিনি এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটে ব্যস্ত। প্রজেক্ট কে-র শুটিং করছেন দীপিকা-প্রভাস, সে খবর সকলেরই জানা। এরপরেও আর কৃতি-প্রভাসের রূপকথা জানতে বাকি থাকে কারোর?
Aindrila Sharma: ক্যানসার জয়ী মায়ের লড়াই থেকেই বাঁচার অদম্য শক্তি পেয়েছিলেন লড়াকু ঐন্দ্রিলা
বরুণের কথা অস্বীকার করা তো দূরে থাক, কৃতি বরং সে সব শুনে হেসেছেন লাজুক ভাবে। রিয়াল লাইফের জুটি অবশ্য খুব শিগগির আসবে রিল লাইফেও। জানুয়ারিতেই মুক্তি পাবে 'আদিপুরুষ'।