আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডার ট্রেলার (Laal Singh Chaddha) মুক্তি পেল আইপিএলের ফাইনালের (Ipl Finale) মঞ্চে। দঙ্গলের পর দীর্ঘ ৬ বছর পর মুক্তি পেতে চলেছে আমির খানের (Amir Khan) কোনও সিনেমা। স্বভাবতই, আমির ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক।
সবার জীবন যেমন গল্পের মতো হয় না, তেমনই কখনও কখনও খুব সাধারণ মানুষের জীবনে খুব অসাধারণ গল্প তৈরি হয়ে যায়। লাল সিং চড্ডার গল্প সেরকমই। টম হ্যাঙ্কস (Tom Hanks) অভিনীত ফরেস্ট গাম্পের (Forest Gump) রিমেকে অস্কারজয়ী অভিনেতার সঙ্গে আমিরের তুলনা টানছেন অনেকেই। সমালোচনা-প্রশংসা দুই-ই কুড়িয়েছে ছবির ট্রেলার।
কনের সাজে রুক্মিণী, বিয়ের একমাসের শুভেচ্ছা বরের বেশে দেবকে
রবিবার রাতে আইপিএল এর ফাইনালের মঞ্চে ট্রেলার মুক্তির পর বেশ কিছুক্ষণ ধারাভাষ্য দিতে শোনা গেল বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে।