প্রযাত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের (Mumbai) ব্রিচ ক্যান্ডি (Brich candy) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের সুর সাম্রাজ্ঞী। বয়স হয়েছিল ৯২ বছর। লতার প্রয়াণের খবর জানিয়েছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি। শনিবার দুপুর থেকে লতার শারীরিক অবস্থার ফের অবনতি হতে থাকে।
এই বছরের জানুয়ারির মাসের এগারো তারিখ গুরতর অবস্থায় লতা মঙ্গেশকরকে প্রথম ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। ৯২ বছরের ভারতরত্ন নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ৩০ জানুয়ারি হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিড এবং নিউমোনিয়া থেকে সেরে উঠেছেন লতা। কিন্তু শেষ লড়াই হল না।
সাত দশকের বেশি সময় ভারত এবং বিশ্ব মুগ্ধ ছিল তাঁর কণ্ঠে। সি রামচন্দ্র থেকে শচীন দেববর্মণ। রাহুলদেব বর্মণ থেকে এ আর রহমান- এই জনপদে ৩০ হাজারের বেশি গান গেয়েছিলেন।
ভারতের সেই কণ্ঠ আজ স্তব্ধ। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে জন্ম। লড়াই আর লড়াইয়ের মধ্য দিয়ে কেটেছে তাঁর জীবন। এরপর বাকিটা ইতিহাস। বলিউডের কাছে তিনি বরাবর ছিলেন দিদি।
লতার মৃত্যুতে ভারতীয় সিনেমার গানে একটা যুগের অবসান হল। বলিউডের কোকিল যেন আজ কোথায় উড়ে গেল। ভারত হারাল, তাঁর রত্নকে। প্রয়াত লতা মঙ্গেশকর।