Madhumita Sarcar : প্রেম-বিয়ে-বিচ্ছেদ, মধুমিতার জীবনে ফের নতুন বসন্ত, কী বলছেন 'প্রাক্তন' সৌরভ ?

Updated : Dec 06, 2024 13:01
|
Editorji News Desk

তোমাকেই মনে ধরেছে
তাই পুরনো খাতায় লিখে রাখলাম
নতুন প্রেমের গান

প্রেমের নতুন গান লিখেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারও । মনের খাতায় নাম জুড়েছে এক বিশেষ মানুষের । সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত, অভিনেত্রীর জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে জুড়ে গিয়েছে সেই মানুষটা । নাম দেবমাল্য চক্রবর্তী । একেবারে অন্য পেশার মানুষ । বিনোদন জগতের সঙ্গে তাঁর যোগ নেই । সেই দেবমাল্যরই প্রেমে পড়েছেন অভিনেত্রী । চলতি বছর দুর্গাপুজোর সময়ই মনের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন মধুমিতা । দীর্ঘ ৫ বছরের রিলেসনশিপ স্ট্যাটাস বদলে গিয়েছে মুহূর্তেই । সিঙ্গল থেকে হয়েছেন মিঙ্গল । বিয়ে পর্যন্তও ভাবনা-চিন্তা করে ফেলেছেন অভিনেত্রী । এমনই খবর টলিপাড়া সূত্রে । তবে, মধুমিতার প্রেমজীবনের সঙ্গে আরও একটা অধ্যায় জুড়ে আছে, যা নিয়ে আজও চর্চা চলে সংবাধমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র ।

প্রেমের এমন এক অধ্যায় মধুমিতা পার করে এসেছেন, যেখানে ভালবাসা তো ছিল, কিন্তু সুখ হয়তো ধরা দেয়নি সেই ভালবাসায় । তাইতো, 'সারাজীবন হাতের উপর হাত রেখে বইতে পারা সহজ' হল না তাঁদের জন্য । ২০১১ সাল । মধুমিতা তখন ১৫ বা ১৬ । 'সবিনয় নিবেদন' ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখলেন । সিরিয়ালে মধুমিতার নায়ক তখন সৌরভ চক্রবর্তী । পর্দার রোম্যান্স গড়াল বাস্তবেও । কয়েক বছর চুটিয়ে প্রেম, তারপর ২০১৫ সালে চুপিচুপি আইনি বিয়ে সারেন সৌরভ-মধুমিতা । সেই সময় অভিনেত্রী ২০ বছরেও পা দেননি । এত কম বয়সে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়েছিলেন মধুমিতা । হয়তো সেই সিদ্ধান্তের আক্ষেপ আজও রয়ে গিয়েছে মধুমিতার মনে ।

মাত্র ৪ বছর তাঁরা একসঙ্গে ছিলেন । ২০১৯-এ বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন সৌরভ-মধুমিতা । আলাদা হয়ে যায় দু'জনের দু'টি পথ । যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউই সেভাবে মুখ খোলেননি কোনও দিন । তবে, গুঞ্জন ছড়িয়েছিল তৃতীয় ব্যক্তির কারণেই তাঁদের সম্পর্কে ভাঙে । সৌরভ নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন । পরে অবশ্য সমস্ত গুজবে জল ঢেলে প্রশ্ন তুলেছিলেন, কেন একা একা ঘুরে বেড়াচ্ছেন তিনি ? সেইসব 'সম্পর্ক' কোথায় ? 

 বিচ্ছেদের পর একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন সৌরভ-মধুমিতা । তবে, ২০১৯ সালের পর থেকে মুখ দেখাদেখিও নাকি বন্ধ দু'জনের । একসঙ্গে আর কোনও প্রোজেক্টও করেননি । কাজ করতেও চান না । সৌরভ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মধুমিতার সঙ্গে কাজ করার সুযোগ এলেও, কোনওদিনই তাতে সম্মতি থাকবে না অভিনেতার । তাঁর কথায়, এতটাও পেশাদার হতে পারবেন না । একসঙ্গে কাজ করতে গিয়ে দু'জনেরই হয়তো একটা অস্বস্তি হবে । আসলে তাঁর কাছে আড়াই ঘণ্টার ছবির সাফল্যের চেয়ে একসঙ্গে জীবন যাপন করার সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

১৬ বছর বয়সে সেই পরিণতি বোধ কখনও আসবেই না, যা ৩০-এসে আমার মধ্যে থাকবে। এটা মেনে নেওয়া প্রয়োজন। যে কোনও বয়সেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বয়সকে মেনে নিতে শিখেছি। ৩০ বছর বলে বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনও আক্ষেপ নেই আমার। 

২০১৯ থেকে ২০২৪ । এই এতগুলো বছরে সৌরভ থেকে গিয়েছেন সিঙ্গল । নতুন করে আর প্রেমে পড়েননি । এমনটাই দাবি অভিনেতার । কাজে ডুবেছেন । অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন । সময় পেলেই সাহিত্যচর্চা করেন । প্রেমে পড়া তো দূরস্ত, প্রেম নিয়ে ভাবতে রাজি নন সৌরভ । কাজই তাঁর সবকিছু ।

আর মধুমিতা ? সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর কেরিয়ারকেই ফোকাস করেছেন অভিনেত্রী । সিরিজ, সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন । মৈনাক ভৌমিকের ছবি 'চিনি'-তে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা সরকার । ওই সিনেমায় মধুমিতার নায়ক ছিলেন সৌরভ দাস । সেইসময় সৌরভের সঙ্গে মধমিতার সম্পর্কে নিয়ে গুঞ্জন ছড়ায় । পার্টি থেকে ডিনার ...শহরে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন । যদিও, গুঞ্জনে কান দেননি মধুমিতা । তবে, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন । প্রথম সারির এক বাংলা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, 'একা মহিলা মানেই যখন খুশি, যার সঙ্গে খুশি, নাম জড়িয়ে দেওয়া যায়! এখানে আবার নামের মিল রয়েছে। প্রাক্তন স্বামী সৌরভ। ইনিও অভিনেতা সৌরভ দাস। ব্যস, দুইয়ে দুইয়ে চার করেছেন ।'

বারবার বিতর্কে জড়িয়েছেন মধুমিতা । পেশাগত হোক বা ব্যক্তিগত...কোনও না কোনও বিষয় নিয়ে বারবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী ।  কখনও স্বাধীনতা দিবসের পোস্টে বানান ভুল করার জন্য হোক কিংবা কখনো আবার একা রাস্তায় হেঁটে যাওয়ার ভিডিয়ো বা গনেশ পুজোয় সিঁথি ভর্তি সিঁদুরের ছবি পোস্ট করে ট্রোলড হয়েছেন । ট্রোলিংয়ের কড়া জবাবও দেন সম্প্রতি ।

একটি ভিডিও পোস্ট করে মধুমিতা বলেন, "আমি ইংরেজিতে কথা বলছি, সবাই বলবে দিদি বাংলায় কথা বলতে কী সমস্যা হয়। আবার বাংলায় বললে আমার নন বেঙ্গলি বন্ধু বা ভক্তরা বলবে, কী বললে কিছুই বুঝলাম না, তবে হ্যাঁ ভালোই লাগল। যদি শাড়ি পরে পোস্ট করি, বলবে সারাদিন ছোট ছোট জামা পরে, এখন শাড়ি।...সবসময় আমাদের বিচার করা হয় ।তার ওপর আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে, কাল ধরুন কেউ আমার শ্লীলতাহানি করল, ও তো ডিভোর্সি, একা থাকে, তার মানে হক তো বনতাই হ্যায়। " সম্প্রতি,আর জি কর নিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন, রাত জেগেছিলেন, বিচারের জন্য হাতে হাতে মিলিয়ে হেঁটেছিলেন ।

এসবের মধ্যেই একদিন হঠাৎ প্রেমের ঝড় উঠল মধুমিতার জীবনে । মন দিয়ে ফেললেন দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যকে । সপ্তমীর মধ্যরাত । অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠল দু'টি ছবি । একটিতে হাতের উপর হাত রেখে নতুন শুরু-র ঘোষণা করলেন । দ্বিতীয় ছবিতে ফ্রেমবন্দী হলেন প্রেমিকের সঙ্গে । অভিনেত্রীর পরনে ছিল কালো শাড়ি, আর রং মিলিয়ে দেবমাল্য পরেছিলেন কালো শার্ট । 

মধুমিতা জানালেন প্রেম করছেন । খুব সম্প্রতি তাঁদের সম্পর্কটা শুরু হয়েছে । কীভাবে দু'টি মনের তার জুড়ে গেল জানেন ? মধুমিতা জানিয়েছেন, ছোটবেলার বন্ধু দেবমাল্য । দু'জন দু'জনের প্রতি একটা ফিলিংস হয়তো ছিল , কিন্তু, সেটা কেউ কোনওদিন বুঝতে পারেননি । বহুদিন যোগাযোগও ছিল না । তারপর হঠাৎ দেখা দু'জনের । আবারও কথা হল । মনের অনুভূতিগুলি আর গোপন থাকল না । একে অপরকেই বলেই ফেললেন, 'ভালবাসি' । 

দেবমাল্য কিন্তু একেবারে অন্য জগতের মানুষের । মধুমিতা প্রকাশ্যে কিছু না বললেও, জানা গিয়েছে, দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়র । ক্রিকেটের প্রতিও নাকি ঝোঁক রয়েছে দেবমাল্যর । নামি ক্লাবের হয়েও খেলেন । মধুমিতা জানিয়েছেন, দেবমাল্য নাকি খুব মিষ্টি স্বভাবের । সেইসঙ্গে দেবমাল্য ভীষণ কেয়ারিংও । কাজের ক্ষেত্রেও, খুবই উৎসাহ যোগায় দেবমাল্য তাঁকে। সবসময় পাশে থাকেন। বন্ধুত্বের কারণেই তাঁদের ভালবাসার ভিত মজবুত হয়েছে । আপাতত, এখন দু'জনের প্রেম জমে ক্ষীর । 

বিয়ের জন্যও কিন্তু মনে মনে তৈরি 'পাখি' । সম্প্রতি সংবাদমাধ্যমে বিয়ের বিষয়ে মধুমিতা জানিয়েছেন, যখন তাঁকে বিয়ের জন্য প্রপোজ করা হবে, সঙ্গে সঙ্গেই হ্যাঁ করে দেবেন । জানা গিয়েছে, ২০২৫-এই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মধুমিতা-দেবমাল্য । 

টেলিভিশন জগতে ২০১১ তে পা রাখেন মধুমিতা । সবিনয় নিবেদন তাঁর প্রথম ধারাবাহিক । বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখি-র ভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন । অভিনেত্রীর ঝুলিতে ৮টি সিনেমা । সেই তালিকায় রয়েছে লভ আজকাল পরশু, চিনি, ট্যাংরা ব্লুজ, কুলের আচার, দিলখুশ ইত্যাদি । সম্প্রতি মুক্তি পেয়েছে সূর্য । মুক্তির অপেক্ষায় রয়েছে ফেলুবক্সী ।ওয়েব সিরিজ করেছেন তিনটি । শ্রীকান্ত, উত্তরণ, জাতিশ্মর । তিনটিই মোটামুটি সফল । 

তবে, জানেন কি টলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার বলিউডেও পাড়ি দিচ্ছেন মধুমিতা । সূত্রের খবর, পরিচালক দিগ্বিজয় সিং-এর হাতক্রাইম থ্রিলার সিরিজে আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে । জানা যাচ্ছে, ডিসেম্বরেই শুরু হবে শুটিং। ২০২৫-এর মাঝামাঝি সময়ে সিরিজটি মুক্তি পেতে পারে ওয়েব প্ল্যাটফর্মে ।

Madhumita Sarcar

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন