নতুন গানের ভিডিয়ো নিয়ে হাজির 'কালারফুল বয়' মদন মিত্র (Madan Mitra)। গানের নাম ‘ওহ্ লাভলি-২’ (Oh Lovely-2)। ঘিয়ে পাঞ্জাবি, চোখে বাহারি সানগ্লাস, আবার কখনও আমার হাল ফ্যাশনের টি-শার্ট, সঙ্গে গলায় গাঁদা ফুলের মালা। গানের ছত্রেছত্রে মমতা সরকারের প্রশংসা এবং বিরোধীদের প্রতি তীব্র কটাক্ষ। গান লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, চয়নিকা।
মিউজিক ভিডিওতে কখনও দেখা যাচ্ছে মদন মিত্র একজনের হাত থেকে সিগারেট নিয়ে পেন ধরিয়ে দিলেন, কখনও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ারে বসিয়ে দিলেন।
পরপর বাংলা ছবির রিলিজ, তাই কি গরমের ছুটি ঘোষণা মমতার? কী বলছেন মিমি?
এর আগে কামারহাটির (Kamarhati MLA) বিধায়কের গলায় 'ওহ লাভলি', 'ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া' (India wanna have her betia) জনপ্রিয় হয়েছিল।
প্রায় ২ মিনিটের এই মিউজিক ভিডিওটিতে মদন মিত্রকে দেখা যাবে নানা রুপে। কয়েকটি ফ্রেমে দেখা গেছে তার আদরের নাতিকেও। মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বাধীন সরকারের নানান কর্মকাণ্ডও।মদন মিত্রের বায়োপিক আসতে চলেছে। টলিপাড়াও তা নিয়েও চলছে জোর গুঞ্জন। এরই মধ্যে চয়নিকার মদন মিত্রকে নিয়ে মিউজিক ভিডিও অ্যালবাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করেছে।