হিন্দি ছবির তাঁকে নেওয়ার সামর্থ নেই, বলিউডের প্রতি একরাশ তাচ্ছিল্য ঝরে পড়ল দক্ষিণী সুপার্সটার মহেশ বাবু (Mahesh Babu)-র গলায়। আদভি সেশের 'মেজর'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদ মাধ্যমে এই বিষয়ে মুখ খুললেন তিনি ৷
একদিকে যখন প্রভাস (Prabhas), সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), আল্লু অর্জুন (Allu Arjun), রাশ্মিকা মান্দানাদের (Rashmika Mandana) বলিউডে পরপর অভিষেক হয়ে চলেছে, তখন অন্য সুর মহেশ বাবুর গলায় ৷ তিনি জানান, ডিজিটাল স্পেসে আসার কথাও ভাবতে চান না তিনি ৷ তিনি বড় পর্দার জন্য তৈরি ৷
ঘরোয়া পুটু পিসি এখন দাপুটে এমএলএ! কেমন লাগছে সোহিনীর?
বলিউডে কেরিয়ার গড়ার প্রসঙ্গে তাঁর বক্তব্য, আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না যারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না । যে স্টারডম এবং সম্মান আমি এখানে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি ।"
বর্তমানে অবশ্য় ব্যবসার নিরিখে দক্ষিণী ছবি দারুন সাফল্য পাচ্ছে ৷ সাম্প্রতিক কালেও 'আরআরআর', 'পুষ্পা: দ্য বিগিনিং', 'কেজিএফ: চ্যাপটার 2' রেকর্ড ভাঙা সাফল্য পেয়েছে হিন্দি বলয়ে ৷ এমনকী দক্ষিণী ছবিতে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেক নামী দামী বলি তারকারাও ৷