বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল মা-মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে ছবি 'চিনি'। পরিচালক মৈনাক ভৌমিক। শোনা যাচ্ছে এবার চিনির সিকোয়েল আসছে, মৈনাকের হাত ধরেই। আর কারা রয়েছেন চিনি ২-তে?
চিনির চরিত্র পর্দায় ফুটিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন মধুমিতা সরকার। পর্দার মা-মেয়ের রসায়ন জমেছিল দারুণ। এবারও মধুমিতা-অপরাজিতাকেই নাকি দেখা যেতে পারে। তবে গল্প কোন দিকে মোড় নেবে, তা এখনও অজানা।
Goutam Adani: আদানিকাণ্ডে মিডিয়া রিপোর্ট বন্ধের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
চিনির পর মৈনাকের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'মিনি', মিমি চক্রবর্তী ছবিটি জতেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে।