দিন কয়েক আগেই ধূমধাম করে বিয়ে সেরেছেন স্বরা ভাস্কর (Swara Bhaskar) ও ফাহাদ আহমেদ । নব দম্পতিকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁদের রিসেপশন নিমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । কিন্তু, নানা ব্যস্ততার মধ্যে তিনি উপস্থিত থাকতে পারেননি । তাই চিঠির মাধম্যে দু'জনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি । তাঁর চিঠির জবাবও দিয়েছেন স্বরা । .
স্বরার বাবা-মাকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, "আপনাদের মেয়ে স্বরার বিয়ের নিমন্ত্রণ পত্র পেয়ে খুব ভাল লাগছে । স্বরা ও ফাহাদকে তাঁদের জীবনের এমন এক দিনে অনেক শুভেচ্ছা। আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে, ওঁরা ভাল থাকুক। দু’জনকেই নতুন জীবনের শুভেচ্ছা।" সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বরা লেখেন, "আমাদের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। তবে আপনার অনুপস্থিতি অনুভব করেছি । আপনার আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে ।" জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি ইত্যাদি নানা কারণে ব্যস্ত থাকার জন্য রিসেপশনে যেতে পারেননি মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন, Vande Bharat Express : এবার ৬ ঘণ্টাতেই বারাণসী, রাজ্যে নতুন বন্দে ভারত চালু করতে চলেছে রেল
একমাস আগে কোর্ট ম্যারেজ করেছিলেন । এরপর চলতি মাসেই সামাজির রীতি মেনে হয় বিয়েও । ১৬ মার্চ ছিল স্বরা-ফাহাদের গ্র্যান্ড রিসেপশন । সেখানে উপস্থিত ছিলেন রাজনীতি ও সিনেমাজগতের তারকারা । সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।