সন্ধে হলেই এক কাপ চা মুড়ির সঙ্গে বাঙালির ড্রয়িং রুমে চলে একের পর এক সিরিয়াল। যতই ওটিটি-র বাড়বাড়ন্ত হোক না কেন, ধারাবাহিকগুলোর কিন্তু বাংলায় জনপ্রিয়তা দারুন। কিন্তু জানেন কি? আর ৫ জন সাধারণ মানুষের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কয়েকটি ধারাবাহিক নিয়মিত দেখেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সময় পেলেই নিজের পছন্দের সিরিয়াল দেখে নেন তিনি।
দিন কয়েক আগেই টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Telly Academy Awards 2023) মঞ্চে এই কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সকলের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান , বাংলার শিল্পীরা অত্যন্ত প্রতিভাবান।
Duttapukur Blast : দত্তপুকুরের বিস্ফোরণে মৃত্যু ৮ জনের মধ্যে ৬ জনই মুর্শিদাবাদের, উঠে এল নয়া তথ্য
বর্ণাঢ্য সেই অনুষ্ঠানে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) থেকে শুরু করে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) একাধিক ধারাবাহিকের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। রামপ্রসাদ হিসেবে সব্যসাচীর প্রশংসা করতেও ভোলেননি তিনি।