৬ ফুট উচ্চতা, সুঠাম দেহ। মগজাস্ত্রে শান দেন নিয়মিত। বাঙালির মনে এই হল ফেলুদার চিরকালীন ইমেজ। এবার সেই ফেলুদার যদি চুলে পাক ধরে, চামড়া কুচকে যায়, মানে এককথায় ফেলুদা যদি বুড়িয়ে যায়, ভক্তদের কেমন লাগে?
গল্পের পাতায় ফেলুদা একইরকম থাকে। বয়স বাড়েনা জটায়ু তোপসেদেরও। কিন্তু বাস্তবের ফেলুদারা যে রক্ত মাংসের। তাঁদের জীবনে যৌবন পেরিয়ে মাঝবয়স এমন কী বার্ধ্যক্যও আসে। মানা কঠিন, কিন্তু সেটাই স্বাভাবিক। রিয়াল লাইফ ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর ছবি দেখেও খানিকটা মন ভাঙল অনুরাগীদের।
Richa Chaddha Pregnant: রিচা চড্ডা-আলি ফজলের রূপকথায় আসছে থার্ড পার্সন! খুশির খবর
সম্প্রতি মিঠু চক্রবর্তীর জন্মদিনে একটি ছবি শেয়ার করেছিলেন ছেলে গৌরব। সেই ফ্রেমে ছিলেন গৌরবের বাবা সব্যসাচীও, সেই ছবি দেখেই কমেন্টে মন খারাপ লুকোতে পারেননি কেউ কেউ।