মঙ্গলবার অফিস টাইমে মেট্রো বিভ্রাট। অফিসের ব্যস্ত সময়ে প্রায় ২০ মিনিট ধরে গিরিশ পার্ক স্টেশনে দাঁড়িয়ে মেট্রো। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে।
গিরীশ পার্ক মেট্রো স্টেশনে মাইকে ঘোষণা করা হলেও অধিকাংশ যাত্রীই তা শুনতে পাননি বলে জানিয়েছেন। পরিষেবা আচমকা বন্ধ হওয়ার কারণ জানেন না গিরীশ পার্কের মোটরম্যান। স্টেশনের ঘোষণা শুনতে পাননি তিনিও। আপাতত ময়দান থেকে কবি সুভাষ এবং গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল হচ্ছে।