অভিনেত্রী পরীমণি এবং বিদ্যা সিন্হা মিম বিতর্কে সরগরম বাংলাদেশ। পরিমণির অভিযোগ, তাঁর স্বামীর সঙ্গে পরকিয়ায় মজেছেন মিম। ১০ নভেম্বর ছিল নায়িকার জন্মদিন। এমন দিনে বিতর্ক হওয়ায় বেজায় চটেছেন তিনি। পরকীয়ার অভিযোগ ভিত্তিহীন বলে নিজের ক্ষোভ উগড়ে দেন নায়িকা। এমনকি এই অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
জন্মদিনের পর দিন ফেসবুকে নায়িকা লেখেন, 'আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে ওঠেছি কোন ধরণের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন-- এখন যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।'
এমনকি জন্মদিনের দিন স্বামী সোনি পোদ্দারের সঙ্গে নিজের জন্মদিনের বিশেষ মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করেন নায়িকা মিম। যে ভিডিয়ো তে দেখা যায় একের পর এক কেক কাটছেন মিম। এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, 'আমার ভালবাসার মানুষের সঙ্গে এটা আমার প্রথম জন্মদিন। তোমায় পাশে পেয়ে আমার জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। ধন্যবাদ, জন্মদিনের এই চমকের জন্য।'
সম্প্রতি সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা সরিফুল ইসলাম রাজ এবং অভিনেত্রী বিদ্যা সিন্হা সাহা মিম অভিনীত দুটি ছবি 'পরাণ' এবং 'দামাল'। রাজ আর মিমের জুটি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এরপরেই মিম এবং রাজের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন নায়কের স্ত্রী পরীমণি।