ইস্টবেঙ্গল জার্সিকে অপমান করেছেন মির্চি অগ্নি, সৌরভ পালোধিরা । এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন লাল-হলুদ সমর্থকরা । তাঁদের নিয়ে একের পর এক ট্রোল, মিমের বন্যা বইছে নেটমাধ্যমে । এবার গোটা ঘটনায় ক্ষমা চাইলেন মির্চি অগ্নি, সৌরভ পালোধি । তাঁদের দাবি, নিছক মজার ছলেই ভিডিও পোস্ট করেছিলেন তাঁরা । তবে, কারও মনে আঘাত দেওয়া তাঁদের উদ্দেশ্য ছিল না ।
সম্প্রতি, লিগ চ্যাম্পিয়ন লিগে মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গলের হারের পর সৌরভ পালোধি, অগ্নি ও বোরিয়া মজুমদারের একটি ভিডিও প্রকাশ্যে আসে । যেখানে, অগ্নির গালে ও ইস্টবেঙ্গেলের জার্সিতে বার্নাল লাগাতে দেখা গিয়েছে মোহনবাগান সমর্থক সৌরভ পালোধিকে । আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন ইস্টবঙ্গল সমর্থকরা । তাঁদের দাবি, জার্সিকে অপমান করা হয়েছে । ক্ষমা চাইতে হবে অগ্নিদের । ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন অগ্নি ও সৌরভ ।
অগ্নি ইস্টবেঙ্গলের জার্সি পরে ছবি পোস্ট করেছেন । ক্যাপশনে লিখেছেন, 'ভুল স্বীকার করায় কোন লজ্জা আমার কোনদিনই নেই। সমস্ত সমর্থকদের কাছে এবং সর্বোপরি আমার হৃদয়ের টুকরো দলের কাছে নতমস্তকে ক্ষমা চাইছি (যদিও উদ্দেশ্য ছিল স্রেফ নির্মল মজা।) বারুদ মশালের আগুন আমার কাছেও আবেগ,জার্সি মানে আমার কাছেও লড়াইয়ের প্রতীক। এটুকুই বলতে পারি ভালো, খারাপ নির্বিশেষে লাল হলুদ ছিলাম, আছি, থাকবো। জয় ইস্টবেঙ্গল।'
সৌরভ পালোধি লেখেন, 'আমার আর অগ্নির একটা ভিডিওর প্রোমো নিয়ে সবাই খুব রেগে গেছেন জানি। যদিও ভিডিও টা গোটা দেখতে পেলে মত পাল্টে যেত। তবে সেটা আর আপনাদের এগিয়ে আসার জন্য আপাতত হলো না। তবে আমি যদি অসম্মান করে থাকি আমি অনুতপ্ত। নিছক মজাই ছিল, তবে আবারো বলছি গোটা ভিডিওর একটা অংশ। হ্যাঁ এটা ঠিক যে জার্সি নিয়ে মজা করাটা উচিৎ হয়নি। অনেকেই কষ্ট পেয়েছেন।আমি নিজে হয়তো মোহনবাগান সমর্থক কিন্তু আমি কখনই মাঠের বাইরে ইস্টবেঙ্গল বিরোধী নই।'
কিন্তু, তারপরেও তাঁদের নিয়ে ট্রোলের বন্যা বইছে । অগ্নির করা পোস্টের কমেন্ট বক্সে লাল হলুদ সমর্থকরা কেউ লিখছেন, অগ্নির মতো সমর্থকের প্রয়োজন নেই । আবার কেউ লিখছেন ইস্টবেঙ্গল কোনও মজা করার জিনিস নই । আবার জগদীপ ধনকড়ের হাত জোড় করা ছবি দিয়ে মিমও পোস্ট করেছেন অনেকে ।