রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এর ছবি ‘সিংহম থ্রি’এর শ্যুটিং চলছে। এবার সেই শ্যুটিং সেটের বেশ কিছু ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ‘মম টু বি’ দীপিকাকে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে দেখা যায়, পুলিশের পোশাকে। আর তা দেখেই কার্যত চক্ষু চড়ক গাছ নেটিজেনদের একাংশের। যদিও বলি বিউটি আগেই জানিয়েছিলেন, তিনি নাকি শ্যুটিং বন্ধ রাখছেন কদিনের জন্য।
উল্লেখ্য, এই ছবির হাত ধরেই দীপিকা পাড়ুকোন তার কপ ইউনিভার্সে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। অভিনেতা অজয় দেবগন ও রোহিত শেট্টির আসন্ন ছবি 'সিংহম এগেইন'-এ লেডি সিংহমের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। খাঁকি পোশাকে দীপিকার বেশ কয়েকটি ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। যদিও এখানেও মম টু বি-র বেবিবাম্পের দেখা মেলেনি।
Adrit-Kaushambi Wedding: আর জল্পনা নয়, এই বৈশাখেই চার হাত এক আদৃত-কৌশাম্বির
এর আগে রোহিত দীপিকার পোস্টার শেয়ার করে বলেছিলেন , “নারি সীতা কা ভি রূপ হ্যায় অর দুর্গা কা ভি… আমাদের পুলিশ ইউনিভার্সের সবচেয়ে নৃশংস এবং হিংস্র অফিসারের সাথে দেখা করুন… শক্তি শেট্টি… মাই লেডি সিংহাম… দীপিকা পাড়ুকোন।”