চারিদিকে স্বচ্ছ নীল জলরাশি। তার মধ্যে এগিয়ে যাচ্ছেন যেন কোনও 'মারমেড'। খোলাপিঠে কোমর পর্যন্ত জলে ভেজা বিনুনি। মানানসই ব্যাকলেস বিকিনির সঙ্গে, নিম্নাংশে জড়ানো রঙিন স্কার্ফ। ক্রমশ অতল জলের দিকে হেঁটে যাচ্ছেন। একবারও ফিরেও তাকালেন না। সাগরতটে এই জল কন্যাটি আসলে অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)।
Bangla Serial TRP: এই সপ্তাহেও 'খারাপ' রেজাল্ট 'অনুরাগের ছোঁয়া'র, ফার্স্ট গার্ল 'জগদ্বাত্রী'
ঠিক যেন মৎসকন্যা৷ অভিনেত্রীর ছবি দেখে এটাই মনে হচ্ছে নেটিজেনদের৷ মনামীর সমুদ্র ভ্রমণের এই ভিডিয়ো এখন ঝড়ের গতিতে ভাইরাল। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামীর, ড্রেসিং সেন্স প্রচন্ড প্রশংসিত হয় বিভিন্ন মহলে। কখনও নিন্দেও হয় বটে। তবে এই ভিডিয়ো থেকে চোখ সরাতে পারছেন না কেউই।