মুম্বইয়ের ট্র্যাফিক জ্যামে ফেঁসে গাড়ি! ঠিক সময়ে সেটে পৌঁছোতে একেবারে সাধারণ মানুষের মতো বাইকের পেছনের আসনে সওয়ারী হয়েছিলেন বিগ বি। একই কাজ করেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও, জ্যামে ফেঁসে শেষে দেহরক্ষীর বাইকে চেপে শুটিং স্পটে পৌঁছন অনুষ্কাও। তাঁদের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, স্বাভাবিক ভাবেই তা ভাইরাল হয় মুহূর্তেই। কিন্তু দু'জনেই বাইকে চেপেছিলেন হেলমেট ছাড়া। সেই নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসল মুম্বই পুলিশ।
অনেকেই বিগ বি-অনুষ্কার ছবি শেয়ার করে মুম্বই পুলিশকে ট্যাগ করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন, তার প্রেক্ষিতেই মুম্বই পুলিশের তরফে জানানো হয়, বিষয়টি মুম্বই পুলিশের ট্র্যাফিক বিভাগের নজরে আনা হয়েছে ইতিমধ্যে।