ভারতের মাটিতে বাণিজ্যিক ভাবে সাফল্য আসেইনি 'লাল সিং চড্ডা'র। প্রথমে কোনও ওট্ট সংস্থাই কিনতে চাইছিল না আমির খানের ছবিটি। একাধিক বৈঠকের পর রাজি হয় নেটফ্লিক্স। আগামী ২০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে 'লাল সিং চড্ডা'।
৮০ কোটি টাকায় কেনা হয়েছে ছবির সত্ত্ব। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সুপারহিট হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। ছবিটি মুক্তির আগে থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তা বয়কটের ডাক দেওয়া হয়েছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল আমির খানের বিরুদ্ধে।
দেশে না চললেও, বিদেশের বক্স অফিস কাঁপাচ্ছে আমির খানের ছবি। মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্ব বাজারে নাকি প্রায় ৫৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘লাল সিং চাড্ডা।’