মাত্র সাড়ে তিন মাসের কাছাকাছি সময়ের মধ্যে হু হু করে পড়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের (Netflix) বাজারদর। ২ লক্ষ সাবস্ক্রাইবার কমে গিয়েছে। আরও ২০ লক্ষ কমবে বলে অনুমান বিশেষজ্ঞদের। আর এইসব ডামাডোলের মাঝেই নেটফ্লিক্সের (Netflix password sharing) পাসওয়ার্ড শেয়ারিং-এর ওপর কোপ পড়তে চলেছে বলে জল্পনা।
গত ১০ বছরে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং ভিডিয়ো (Streaming video) সংস্থা এই প্রথমবার এত বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার পর সংস্থার তরফ থেকে অবিলম্বে পাসওয়ার্ড শেয়ারিং (Netflix scraps password sharing) বন্ধ করার প্রক্রিয়া চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধাভোগ করছেন ১০ কোটির বেশি মানুষ!
আরও পড়ুন: আইপিএলে আরও একটা শূন্য, মাথা কাজ করছে না বিরাটের, বিশ্রামের পরামর্শ শাস্ত্রীর
তবে শুধু এই কারণেই নয়। নেটফ্লিক্সের দাবি, তাদের ব্যবসাতে প্রভাব ফেলেছে রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine war) যুদ্ধ। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে নেটফ্লিক্স তাদের সম্প্রচার বন্ধ করেছে রাশিয়ায়। নেটফ্লিক্স (Netflix) জানাচ্ছে, সেই সিদ্ধান্তের ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাটিকে।
অন্যদিকে, শেয়ার বাজারেও কমেছে নেটফ্লিক্সের দর। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই এই ওটিটি প্ল্যাটফর্মের শেয়ারের দাম ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬২ ডলারে। যা ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকার কিছু বেশি।
এই বিপর্যয় থেকে মুক্তির জন্য পাসওয়ার্ড শেয়ারিং (Netflix password sharing) বন্ধ করার দিকে ঝুঁকবে না অন্য কোনও উপায় অবলম্বন করবে নেটফ্লিক্স, এখন সেটাই দেখার।