দুবার ক্যানসারের সঙ্গে লড়াই করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। কাজ ও শুরু করেছিলেন। তিনি। ভাগাড় সিরিজের পর নতুন ছবির কাজের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু আচমকা ব্রেন স্ট্রোকে ফের লন্ডভন্ড হয়ে যায় ঐন্দ্রিলার জীবন। হাসপাতালের বেডে শুয়ে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 'ফাইটার' ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলাকে নিয়ে যে ছবির কাজ শুরু কথা ছিল তার গতি কেমন?
জানা যাচ্ছে, ঐন্দ্রিলার আচমকা অসুস্থতায় বিপাকে পড়ে গিয়েছিল গোটা টিম। তাই ঐন্দ্রিলার জায়গায় অন্য অভিনেত্রীকে নিয়েই কাজ শুরু করতে হয়েছে। টিমের কয়েকজন পৌঁছেও গিয়েছিল বলে জানা যায়, যার জেরে শ্যুটিং বন্ধ করা ছিল অসম্ভব।
প্রসঙ্গত, ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে হাওড়ার আন্দুলের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রে খবর, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। বিপদ কাটেনি এখনও তবে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করে তোলার। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। মঙ্গলবার রাতেই অস্ত্রোপচার হয়েছিল অভিনেত্রীর। খুব শিগগিরই সমস্ত অসুস্থতা কাটিয়ে তিনি ফ্লোরে ফিরবেন এমনটাই আশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।