নারীকেন্দ্রিক ছবির মতো, বেশ কয়েকটি ওয়েবসিরিজ মুক্তি পেয়েছে বাংলায়। কিন্তু সমস্যা তো পুরুষদেরও রয়েছে, বিশেষ করে যৌবন হারানো মাঝবয়সে পা রাখা পুরুষদের? ওদের গল্পও তো কাউকে বলতে হবে। এই ভাবনা থেকেই 'জেন্টলমেন' এর গল্প লিখেছেন ঋদ্ধি বড়ুয়া। আড্ডাটাইমসে পরের মাসেই আসছে নতুন ওয়েব সিরিজ।
জেন্টলমেনেদের ভূমিকায় দেখা যাবে মীর আফসার আলি, রুদ্রনীল ঘোষ, জয় সেনগুপ্তকে। রুদ্রনীলের চরিত্র এক সংগীত শিল্পীর, মীরের রেডিও জকির এবং জয় সেনগুপ্তের চরিত্র এক দোকান মালিকের। জীবনের সোনালি সময় পেরিয়ে কোনও রকমে চলছিল দিন। ওদের একঘেয়ে স্যাঁতস্যাঁতে জীবনে বসন্ত আনলেন মধুরিমা বসাক। তারপর সত্যি, বসন্ত এল? সেই গল্পই বলবে 'জেন্টলমেন'। মধুরিমার বাবার চরিত্রে দেখা যাবে অভিনেতা ভরত কলকেও।
সিরিজটির পরিচালনায় কোরক মুর্মু। চিত্রনাট্য, সংলাপ লেখার পাশাপাশি সিরিজের নির্মাতাও ঋদ্ধি নিজে।