নীনা গুপ্তা তখন ভিভ রিচার্ডের সন্তান নিজের গর্ভে ধারণ করছেন, অথচ বিয়ে করবেন না দুজন, সন্তানকে একাই বড় করবেন নীনা, প্রিয় বন্ধু সতীশ বলেছিলেন নীনা সন্তানকে পিতৃ পরিচয় দিতে চাইলে তিনি বিয়ে করতে রাজি নীনাকে। নিজের আত্মজীবনী 'সাচ কাহু তো' তে সে সব কথা অকপটেই লিখেছেন অভিনেত্রী। সেই বন্ধুর প্রয়াণে আবেগতাড়িত তো হবেনই। সতীশ কৌশিকের এমন আকস্মিক প্রয়াণে ভিডিও করে পরিবারের প্রতি শোকজ্ঞাপন করলেন নীনা।
অভিনেতা-পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ কঙ্গনা রানাউতও। তাঁর আগামী ছবি ‘ইমার্জেন্সি’তে উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেন তিনি। টুইটে সে কথাও জানান কঙ্গনা।অভিনেতা-পরিচালকের আচমকা প্রয়াণের খবরে শোকস্তব্ধ ফারহা খান, মনোজ বাজপেয়ী, মধুরভান্ডারকররা।
Satish Kaushik Died: বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক