Nora Fatehi Covid Positive: বলিউডে ফের একটু একটু করে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)।
একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে গত ২৮ ডিসেম্বর থেকে নোরা করোনা পজিটিভ, চিকিৎসকদের পরামর্শ মেনে কোয়ারেন্টাইনেই রয়েছেন। একটি ইন্সটা স্টোরিতে নোরা নিজেই জানিয়েছেন, কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণে রীতিমতো কাবু তিনি।
দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত অর্জুন কাপুর, ভাইরাসের কবলে রিয়া, করণ বুলানি ও অংশুলা
সকলকে সতর্ক থাকার এবং মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন নোরা।
কদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ বেবো।