জীবনের সব ঝড় ঝাপটায় তিনি আস্থা রেখেছিলেন গুরুর বাণীতে। এবার সেই গৌর গোপাল দাসের (Gour gopal Das) সঙ্গে সাক্ষাৎ হল সাংসাদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। মুগ্ধতা ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
মোটিভেশনাল স্পিকারের সঙ্গে নিজের একটি ছবি নুসরত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, পরনে হালকা সবুজ সালোয়ার কামিজ, কপালে টিপ। ছবি ক্যাপশনে অভিনেত্রী ব্যবহার করেছেন তাঁরই উদ্ধৃতি, 'কথা কম, কাজ বেশি'। সাংসদের নিজের মনের কথাও যে এটাই, তা-ই বোঝাতে চেয়েছেন নুসরত। দুজনের একসঙ্গে কাটানো মুহুর্ত ফ্রেমবন্দি করেছেন যশ (Yash Dasgupta)।
New Serial-Balijhor: জায়েন্ট স্ক্রিনে বালিঝড়-এর প্রথম এপিসোড, আনন্দে আত্মহারা তৃণা
সোশ্যাল মিডিয়াতে পাল্টা গৌর গোপাল দাসও লিখেছেন, নুসরতের সঙ্গে দেখা হওয়া তাঁর কাছেও খুব আনন্দের।