গ্ল্যামার জগতের মানুষগুলোকে দেখলেই মনে হয়, ঈশ! আমাদের চোখ মুখ যদি এমন উজ্জ্বল হতো! তারপরই মনে হয়, এমন মসৃণ চকচকে মুখের জন্য নিশ্চয়ই পার্লারের খরচা আছে অনেক! অমনি মনে হয় 'এই বেশ আছি', সেলফি তুললে মোবাইলে ফিল্টার আছে ভাগ্যিস! কিন্তু টলিপাড়ার নায়িকা নুসরত জাহান নিজের সৌন্দর্যের পেছনে থাকা রাহস্য ফাঁস করেছেন নিজেই। অভিনেত্রী একটি ইন্সটা রিলের মধ্যে দিয়ে জানিয়েছেন নিজের সাপ্তাহিক বিউটি রেজিম।
একটা মাঝারি আলুর এক টুকরো, একটা গোটা টোমাটো আর এক কোয়া পাতি লেবু মিক্সিতে ব্লেন্ড করে তাতে সামান্য পরিমাণে নুন আর বেসন মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে মাখতে হবে। এরপর ঠান্ডা দুধ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। তারপর সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার মেখে ফেলুন মুখে। ব্যাস! সপ্তাহে দু'দিন এই রুটিন ফলো করলেই আপনার যে কোনও ছবি ফিল্টার ছাড়াই ম্যাজিক করবে।