মা হওয়ার পর সেইভাবে বিশ্রামই নেননি নুসরত জাহান (Nusrat Jahan)। সিনেমার শুটিং থেকে শুরু করে, রিয়ালিটি শো, সবেতেই ব্যস্ত থেকেছেন অভিনেত্রী সাংসদ। শুধু লাইভ পারফরম্যান্স (Nusrat Jahan live performance) থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নিজেকে। এবার সেটাও হয়ে গেল।
মাস ছয়েক আগে মা হয়েছেন নুসরত। তারপর এই প্রথম লাইভ স্টেজ শো করলেন তিনি। বহুদিন পর মঞ্চে উঠতে গয়ে রীতিমতো যে নার্ভাস লাগছিল তাঁর, সে কথা তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর টিম যে সব ভালোয় ভালোয় উতরে দিয়েছে, সে কথাও জানাতে ভোলেননি অভিনেত্রী। লাইভ পারফরম্যান্সের লুকের ছবিও পোস্ট করেছেন ইন্সটায়।
SVF-এর সঙ্গে মতান্তর, থমকে গেল সন্দীপ রায়ের 'ফেলুদা', হত্যাপুরীর রহস্য তাহলে অধরাই?
প্রথমে তাঁর প্রেগ্ন্যান্সি, তারপর সন্তানের বাবা নিয়ে কম আলোচনা হয়নি। সেসবের তোয়াক্কা করেননি অভিনেত্রী। সন্তানের বাবা কে, তা প্রথমে প্রকাশ্যে না আনলেও পরে জানা যায় যশ দাসগুপ্তের নাম (Yash Dasgupta)। পরে অবশ্য যশের সঙ্গে সম্পর্ক নিয়ে আর লুকোছাপা করেননি অভিনেত্রী।