তাঁরা এখন খুব 'কাছের মানুষ'। বলছি দেব (Dev) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কথা। পুজোর ঠিক আগে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি, 'কাছের মানুষ'- (Kachher Manush)। ছবির অফিসিয়াল পোস্টার শেয়ার করলেন দেব-প্রসেনজিৎ দুজনেই।
জুলাই মাসে ছবির সব কাজ শেষ হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় 'কাছের মানুষুরতে প্রস্তুতির নানা ছবি শেয়ার করে নিলেন ইন্ডাস্ট্রি স্বয়ং। টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবও।
Sonamoni Saha: সোলাঙ্কি নয়, দুর্গা হওয়ার দৌড়ে জিতলেন সোনামণিই, এবার লড়াই শুভশ্রী-ঋতুপর্ণাদের সঙ্গে
পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও (Isha Saha)। ফেব্রুয়ারির শেষেই 'কাছের মানুষ'-এর শুটিং শেষ হয়েছে।